কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে প্রথমবার প্লেনে ভ্রমণের স্বপ্ন পূরণ হতে চলেছে যশোর জেলার কেশবপুরের একটি পরিবারের। আজকের পত্রিকার কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শহরের বালিয়াডাঙ্গা এলাকার খাদিজাতুস তাহিরা নামে এক গৃহবধূ দেশের ভেতর প্লেনে ভ্রমণের জন্য ২টি টিকিট ও দুই হাজার টাকার গিফট ভাউচার বিজয়ী হয়েছেন। গত রোববার আজকের পত্রিকার সহায়িকা ও আজকের জীবন পৃষ্ঠার কুইজ প্রতিযোগীতায় দ্বিতীয় সপ্তাহের বিজয়ীদের তালিকায় ওই গৃহবধূর ছবিসহ নাম প্রকাশিত হয়।
গৃহবধূ খাদিজাতুস তাহিরা বলেন, তাঁর স্বামী কাজী মিজানুর রশিদ কেশবপুর শহরের মধুসড়কের একজন বস্ত্র ব্যবসায়ী। তিনি নিয়মিত আজকের পত্রিকার পাঠক। দোকান থেকে বাড়ি ফেরার সময় পত্রিকাটি সঙ্গে করে আনেন। পত্রিকায় কুইজ প্রতিযোগিতার আয়োজন করায় আমরা ওই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। গত রোববার পত্রিকায় ৩ জন বিজয়ীর মধ্যে আমার নামটি দেখতে পাই। তখনই পরিবারের সঙ্গে পরামর্শ করে আমরা প্লেনে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণের সিদ্ধান্ত নিই। টিকিট হাতে পেলেই প্রথমবার আমাদের প্লেনে ভ্রমণের স্বপ্ন পূরণ হবে।গৃহবধূ খাদিজাতুস তাহিরার শিশু মেয়ে মাহজাবিন তাসফিয়া জানায়, আব্বু-আম্মু আমাকে সঙ্গে করে প্লেনে ঘুরতে নিয়ে যাবেন। আমি খুব আনন্দ পাচ্ছি।এদিকে, ওই পরিবার কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে প্লেনের টিকিট বিজয়ী হয়ে ভ্রমণের সুযোগ পাওয়ার খবরে তাঁদের পরিচিতজনরা অভিনন্দন জানিয়েছেন।