রাজশাহী মহানগরের পবা থানা এলাকা হইতে মাদক পরিবহনকালে ২১৪ বোতল এ্যালকোহল মাদকদ্রব্য সহ ০১ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল কর্তৃক ২৫ শে এপ্রিল ২০২৫ খ্রিঃ ২১.৩০ ঘটিকায় চেকপোস্ট করাকালিন সময়ে রাজশাহী মহানগর এর পবা থানাধীন জনৈক মোঃ এজার আলী(৪০) পিতা-মোঃ নুর আলী সাং-শিরোলিয়া ৩নং ওয়ার্ড এর বসতবাড়ী হতে দক্ষিনপাশে কানপাড়া টু হাট গোদাগাড়ী বাজার গামী পাঁকা রাস্তার ব্রীজের উপর চেকপোস্ট করে ধৃত আসামী ১। মোঃ আলাউদ্দিন (৫৭), পিতা-মৃতঃ আঃ মজিদ, সাং-পঞ্চগুটি, থানা-বোয়ালীয়া, জেলা-রাজশাহী মহানগর’ কে ২১৪ বোতল এ্যালকোহল মাদকদ্রব্যসহ গ্রেফতার করে। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি ব্যাটারিচালিত অটো জব্দ করে র্যাব। স্থানীয় জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ এ্যালকোহল মাদকদ্রব্য বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ করে উক্ত এলাকায় বিক্রয় করে আসছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীকে জব্দকৃত অবৈধ এ্যালকোহল মাদকদ্রব্য সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল বলে মর্মে স্বীকার করে।
উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী এর পবা থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা প্রকৃয়াধীন।