বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরায় নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এদিন সকালে শহরের বিভিন্ন স্থান থেকে দলীয় নেতাকর্মীরা একত্রিত হয়ে কর্মী সমাবেশ, আলোচনা সভা ও র্যালি করেন।
আলোচনা সভায় মাগুরা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আলী আহমেদ বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য লড়াই অব্যাহত থাকবে। তিনি দলে ঐক্য বজায় রেখে সকল আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে মাগুরা জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে