রাজশাহীর মোহনপুরে বিদায়ী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্প্রতিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে এ সংবর্ধনা উপহার প্রদান করা হয়।
সংবর্ধনাকালে মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল সরকার, সাধারণ সম্পাদক রাসেল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল হক রিফাত ও মোহনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেল উপস্থিত ছিলেন।
এসময় মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকার পদন্নোতি প্রাপ্ত হয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপ পরিচালক হওয়ায় তাকে অভিনন্দন জানানো হয়। নতুন কর্মস্থলে মোহনপুরের ন্যায় নিষ্ঠার সাথে জনকল্যাণে কাজ করার জন্য দোয়া করেন তারা।
অন্যদিকে উপজেলা অফিসার্স ক্লাব ও বিভিন্ন সংগঠন সংবর্ধনা প্রদান করেন।