মাগুরা জেলা পুলিশের সাইবার সেলের সাফল্য।।।
মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল জনগণের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডিজিটাল প্রতারণা প্রতিরোধ, হারানো মোবাইল উদ্ধারে সহায়তা এবং অনলাইন আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগে দ্রুত পদক্ষেপ নিয়ে সেলটি জেলার সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।
জানা গেছে, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে মাগুরা জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরির ভিত্তিতে তদন্ত পরিচালনা করে ২২টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
এছাড়া ভুলবশত অন্য নম্বরে পাঠানো নগদ ও বিকাশের মোট ৩৯,৫৬১ টাকা উদ্ধার করে চারজন ভুক্তভোগীর নিকট ফেরত দেওয়া হয়েছে।
শুধু তাই নয়, অনলাইন প্রতারণা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধ দমনে সেলটি ৪টি হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার করেছে। পাশাপাশি ৮ জন ভিকটিম উদ্ধার ও তাদের সহায়তা করেছে।
মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন,“জনগণের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য। সাইবার অপরাধ দমনে মাগুরা জেলা পুলিশের সাইবার ইনভেস্টিগেশন সেল প্রতিদিনই নিবেদিতভাবে কাজ করছে। নাগরিকরা যেন যেকোনো অনলাইন প্রতারণা বা হ্যাকিংয়ের ঘটনায় দেরি না করে পুলিশের সাহায্য নেন।”
পুলিশ সূত্রে জানা গেছে, সাইবার সেল প্রতিষ্ঠার পর থেকে জেলার মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে এবং ডিজিটাল প্রতারণা সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে পুলিশের প্রতি আস্থা আরও সুদৃঢ় হয়েছে।
সেপ্টেম্বর ২০২৫ মাসের সাফল্যের চিত্র, মোবাইল ফোন উদ্ধার ২২টি, নগদ/বিকাশের টাকা উদ্ধার ৩৯,৫৬১ টাকা, হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার ৪টি, ভিকটিম উদ্ধার ও সহায়তা ৮ জন।
মাগুরা জেলা পুলিশের এই ধারাবাহিক সাফল্য প্রমাণ করে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনগণের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে মাগুরা পুলিশ আজ এক নির্ভরযোগ্য অভিভাবক।