বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা যুবদলের উদ্যোগে সোমবার বিকেলে আয়োজিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা ও উৎসবমুখর অনুষ্ঠান।
নগরীর বক্ষব্যাধি হাসপাতালের সামনের স্থান থেকে শুরু হওয়া শোভাযাত্রায় জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে হাজারো নেতা-কর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নেন। এক পর্যায়ে সব মিছিল একত্রিত হয়ে রূপ নেয় একটি বিশাল শোভাযাত্রায়।
শোভাযাত্রাটি জেলা যুবদলের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পুরো পথজুড়ে নেতা-কর্মীদের স্লোগান, ব্যানার-ফেস্টুন ও সংগীত আয়োজন ছিল উৎসবমুখর। জেলা, উপজেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণ রাজশাহীর রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “যুবদল সবসময় গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করেছে। সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করে গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।” তারা আরও যোগ করেন, “ভবিষ্যতেও যুবদল জনগণের পাশে থেকে গণতন্ত্র ও অধিকার রক্ষার লড়াইয়ে সামনের সারিতে থাকবে।”
প্রতিষ্ঠাবার্ষিকীর এই বর্ণিল আয়োজন রাজশাহী জেলায় যুবদলের সাংগঠনিক শক্তি ও ঐক্যের উজ্জ্বল প্রদর্শন ঘটায়। পুরো শহরজুড়ে নেতা-কর্মীদের উৎসবমুখর উপস্থিতি সাধারণ জনমনে উচ্ছ্বাস সৃষ্টি করে।
রাজশাহী জেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহী-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী আরিফুল ইসলাম বিলাতের সার্বিক সহযোগিতা ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, সঞ্চালনা করেন জেলা যুবদলের সম্মানিত সদস্য আলামিন জমাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সম্মানিত সদস্য দেবাশীষ রায় মধু।