মাগুরা সরকারি মহিলা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আজ ১১ই নভেম্বর ২০২৫ তারিখে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোঃ অহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী।
প্রধান অতিথি তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের শিক্ষাজীবনে স্বাগত জানিয়ে বলেন, “নারী শিক্ষার বিকাশে মাগুরা সরকারি মহিলা কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।” নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ কলেজের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।