নাটোরের লালপুরে মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে বিলমাড়ীয়া মোহরকয়া উচ্চ বিদ্যালয় ও মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজে অনুষ্ঠিত হলো জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা।
বুধবার (১৯ নভেম্বর ২০২৫) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নাটোরের পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে মোবাইল হ্যাকিং, ফেসবুক–আইএমও হ্যাকিং, বিকাশ প্রতারণা ও বিভিন্ন অনলাইন জালিয়াতি থেকে বাঁচার উপায় শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
পুলিশ সুপার বলেন, লালপুরের কিছু এলাকায় সাইবার অপরাধ বেড়ে যাওয়ায় এলাকার নাম ক্ষুণ্ন হচ্ছে। এসব প্রতারণা রোধে শিক্ষার্থীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তার বক্তব্যের পর সহস্রাধিক শিক্ষার্থী প্রতিশ্রুতি দেন—
তারা কেউ অনলাইন প্রতারণায় জড়াবে না এবং সমাজে সচেতনতা ছড়িয়ে দেবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বড়গ্রাম সার্কেল, লালপুর থানার ওসি, ডিবির কর্মকর্তাসহ শিক্ষক–শিক্ষার্থীরা।