লালমনিহাট জেলার আদিতমারী উপজেলা বড় কমলাবাড়ী এলাকায় জমির ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার ( ২০ নভেম্বর) দুপুরে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের বড় কমলা বাড়ি পশ্চিমপাড়া এলাকায় ডাক্তার আজিজের বাড়ি থেকে পুলিশ গ্ৰেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানা ডাক্তার আজিজ নিজ ক্ষেত্রে পানির ড্রেনের কাজ করেছিলেন। এ সময় সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে কাছে গিয়ে দেখেন গ্রেনেড মত পরে তিনি গ্রেনেডটি বাড়িতে এনে স্থানীয় লোকজনদেরকে দেখান সন্দেহ হলে তারা আদিতমারী থানায় পুলিশকে খবর দেয় পুলিশ দূরত্ব ঘটনা স্থলে গিয়ে গ্ৰেনেডটি উদ্ধার করে।
আব্দুল আজিজ জানান সকালে নিজ জমিতে সেচের জন্য ড্রেনের কাজ করছিলেন, এমন সময় মাটি খুঁড়তে গিয়ে গ্ৰেনেডটি দেখতে পান।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমার বাড়ির পার্শ্ববর্তী বাড়িতে মুক্তিযোদ্ধারা থেকে যুদ্ধ করেছিলেন আমিও তাদের সাথে বিভিন্ন কাজে সহযোগিতা হিসেবে কাজ করেছিলাম। এ সময় আমি দেখতে পাই তারা বিভিন্ন জায়গায় গ্রেনেড হামলা করে পাকিস্তান হানাদার বাহিনী আসার পথে বড় ব্রিজ কালভার্ট গ্ৰেনেড দিয়ে নিক্ষেপ করে ধ্বংস করে দেয় পাকিস্তান দের আসার পথ বন্ধ করে দিয়েছিল।
আদিতমারি থানার (ওসি) আলী একবার বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধার করা পরিত্যক্ত গ্রেনেড টি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধারা মুক্তিযুদ্ধকালীন সময়ে ফিরে যাওয়া হতে পারে পরিত্যক্ত গ্রেনেড টি পরিবর্তীতে বিধি মোতাবেক ডিসপাস করা হবে। গ্ৰেনেড টি বর্তমানে নিরাপদে থানায় রাখা হয়েছে।
গ্রেনেড টি কোথায় থেকে এলো বিষয়টি তদন্তের জন্য সাধারণ একটি ডায়েরি করা হয়েছে।