রাজশাহীর বাঘা উপজেলায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে বাঘা উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি,বাঘা থানার অফিসার ইনচার্জ আ.ফ.ম আসাদুজ্জামান,উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ্ জনি,প্রাণী সম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউর রহমান,বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম,বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন,উপজেলা জামায়াতের আমির আব্দল্লাহ আল মামুন নুহু, আমির সাবদার হোসেন,আনসার ভিডিবি প্রতিনিধি, রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম,বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান,ফায়ার সার্ভিস প্রতিনিধি,স্কাউট দলের প্রতিনিধি,সাংবাদিক,সুধিজন ও উপজেলার সকলস্তরের কর্মকর্তা কর্মচারী প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কালোব্যাজ ধারণ, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
এছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস- যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য প্রভাতফেরি, জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক অনুষ্ঠান, কুচকাওয়াজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা প্রতিযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠান সুন্দর ভাবে পরিচালনার জন্য বিভিন্ন উপ – কমিটি গঠিত হয়।
সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, “জাতীয় দিবসগুলোকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সবার সহযোগিতায় অনুষ্ঠানগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।