মাগুরায় জামায়াতের ২জনসহ বিভিন্ন দলের ৪ জন প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করার জন্য ১৫ ডিসেম্বর সোমবার দুপুরে মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মাগুরা-১ ও মাগুরা-২ সংসদীয় আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর ২ জনসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৪ জন প্রার্থী।
এদিন মাগুরা-১ ও মাগুরা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের এবং আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মতিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু
অন্যদিকে মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নিতাই রায় চৌধুরীর পক্ষে তার ছেলে এডভোকেট মিথুন রায় চৌধুরী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। একই সময়ে মাগুরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুতিবুল্লাহ হোসেন কুটি মিয়া মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে জামায়াতে ইসলামী সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এম বি বাকের বলেন,
“সারা দেশের মতো মাগুরাতেও দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি মানুষের ব্যাপক ভালোবাসা তৈরি হয়েছে। আমরা আশা করি, নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন,
“জাতি বিগত তিনটি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিল। আসন্ন নির্বাচনে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে আমরা আশাবাদী।”