বোয়ালমারীতে ভ্যান ও পিকাপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত কয়েকজন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ভ্যান ও পিকাপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আজ সোমবার সকালের দিকে উপজেলার ময়না ইউনিয়নের একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ভ্যানে থাকা যাত্রী মোঃ আক্কেল আলী। তিনি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চরপাচুড়িয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে একটি পিকাপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মোঃ আক্কেল আলী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় ভ্যানে থাকা আরও কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।
খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সড়ক থেকে সরিয়ে নেয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
এ বিষয়ে বোয়ালমারী থানার পক্ষ থেকে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।