মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠান মাগুরায় পুলিশের অভিযানে দুইটি চোরাই মোটরসাইকেল সহ আটক তিন মহম্মদপুরে ৩২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ পুলিশের হাতে আটক ১ মহম্মদপুরে দেশীয় অস্ত্র সহ ডাকাত দলের সদস্য গ্রেফতার শ্রীপুরে বিশেষ আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো মাগুরা রিপোর্টার্স ইউনিটের বাৎসরিক আনন্দ ভ্রমণ শেষ পৌষের কনকনে শীতে কাঁপছে মাগুরা! মাগুরার মহম্মদপুরে শতবর্ষী ঐতিহ্যবাহী বড়রিয়ার মেলা শুরু! মাগুরার শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযানে ১০ (দশ) কেজি গাজা উদ্ধার। মাগুরার জনগণ নির্বিঘ্নে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারবে – পুলিশ সুপার মাগুরায় জমে উঠেছে ফুটপাতের শীতের পিঠা! মাগুরা মহম্মদপুরে জোড়া খুনের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে মূল আসামী গ্রেফতার” মহম্মদপুরে আপন দুই ভাইয়ের গলাকাটা লাশ উদ্ধার আটক-২ মাগুরায় ব্রিজের নিচে হতে উদ্ধারকৃত কঙ্কালের রহস্য উদঘাটন সহ মূল আসামি গ্রেফতার। ঝরে পড়া ৩০ শিশুকে স্কুলে ফেরাল জেলা প্রশাসক মাগুরা শালিখায় অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে “এক পেট আহার অত:পর হাসি” এর পক্ষ থেকে খাবার বিতরণ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা ২০২৩ মাগুরার মহম্মদপুরে পুজা মন্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ মাগুরা জেলার তিন উপজেলা নির্বাহী অফিসারগনের বিদায় এবং সদ্য তিন উপজেলা নির্বাহী অফিসারগনের যোগদান উৎসবমুখর পরিবেশে চলছে বরেন্দ্র প্রেসক্লাবের নির্বাচন
Notice :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps  

আরও বেড়েছে পণ্যের দাম, অজুহাত সরবরাহ সংকটের

অনলাইন ডেস্ক / ৪০৭ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১, ১২:২৫ অপরাহ্ন

করোনাভাইরাস প্রতিরোধে লকডাউনের প্রথম দিনে রাজধানীর খুচরা বাজারে সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়েছে। এই দফায় চাল, ডাল, আটা, শাকসবজি, ফলমূল ও মসলার দাম বেড়েছে সবচেয়ে বেশি। আর এবার দাম বৃদ্ধির জন্য পণ্য সরবরাহ সংকটের অজুহাত দিয়েছেন ব্যবসায়ীরা। অথচ বাজারে চাহিদার তুলনায় পণ্যের কোনো ঘাটতি নেই। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।

সাত দিনের লকডাউনের প্রথম দিন সোমবার সব ধরনের চাল খুচরা পর্যায়ে কেজিতে ২-৩ টাকা বেড়েছে। বিভিন্ন ধরনের ডালের দাম কেজিতে ৫-১০ টাকা, সবজি প্রকারভেদে কেজিতে সর্বোচ্চ ১০ টাকা, এক দিনের ব্যবধানে কেজিতে কাঁচা মরিচের দাম বেড়েছে ৫০ টাকা। কেজিতে এলাচের দাম ৫০০ টাকা, পেঁয়াজ, আদা, রসুনসহ একাধিক মসলাজাতীয় পণ্যের দামও বৃদ্ধি পেয়েছে।

তবে রাজধানীর বাজারে খাদ্যপণ্যের কোনো ধরনের সংকট দেখা যায়নি; বরং চাহিদা ও ক্রেতার তুলনায় সব ধরনের পণ্যের বেশি মজুত দেখা গেছে। রাজধানীর পাইকারি বাজারগুলোয়ও পর্যাপ্ত সরবরাহ রয়েছে। অথচ প্রতিবারের মতো এবারও সেই পণ্য সরবরাহ সংকটের অজুহাতেই তারা দাম বাড়িয়েছেন।

বাজার বিশ্লেষকরা বলছেন, সামনে রমজান মাস তাই এখনই দ্রুত পদক্ষেপ না-নিলে ব্যবসায়ীরা লকডাউনের অজুহাতে পণ্যের দাম আরও বাড়িয়ে ফেলবে। দাম বাড়লে তা সহজে কমে না। ফলে বাড়তি দাম পুরো রমজান মাস অব্যাহত থাকতে পারে।

এদিকে এসব পণ্যের দাম বাড়ার তথ্য খোদ সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনিক পণ্যমূল্য তালিকায়ও উল্লেখ করা হয়েছে। তারা বলছে, এদিন লম্বা বেগুনের দাম ১০ টাকা, আমদানি করা আদা ২০ টাকা, শুকনা মরিচ ২০ টাকা, আমদানি করা ও দেশি রসুনের দাম ১০ টাকা, মুগ ডাল ১০ টাকা ও মসুরের ডাল প্রতি কেজিতে ৫ টাকা বাড়ানো হয়েছে। বেড়েছে মাছের দামও। ২২০ টাকা কেজির রুই মাছ বিক্রি হয়েছে ২৫০ টাকা।

যদিও করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত লকডাউন চলাকালীন নিত্যপণ্যের উৎপাদন, সরবরাহ, পাইকারি ও খুচরা বিক্রিতে কোনো বিধিনিষেধ রাখা হয়নি। সোমবার বাজারে পণ্যের দাম বাড়ায় সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সড়ক, নৌ ও রেলপথ মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে কৃষি বিপণন অধিদপ্তর।

এ বিষয়ে সরকারি এই প্রতিষ্ঠানটি থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আলাদা করে চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশ রেলওয়ের কাছে ফ্রিজিং ওয়াগন (পণ্য পরিবহণের শীতাতপ নিয়ন্ত্রিত বগি) চালু করে বিভিন্ন জেলা থেকে পণ্য পরিবহণ ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নিতে অনুরোধ করা হয়েছে।

কৃষি বিপণন অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, গত বছর দেশে সাধারণ ছুটি চলাকালীন বিভিন্ন কারণে সাপ্লাই চেইন ভেঙে পড়েছিল। সে সময় কিছু সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় ওই পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে এবার প্রথম থেকেই অধিদপ্তরের পক্ষ থেকে কাজ করা হচ্ছে। সংস্থাটি আশা করছে, বাজারে কৃষিপণ্যসহ অন্যান্য পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকবে।

অধিদপ্তর সূত্র জানায়, এ বিষয়ে গত রবিবার সারা দেশের ডিসি, ইউএনওদের কাছে চিঠি পাঠানো হয়েছে। এ ছাড়া কৃষকের উৎপাদিত পণ্য বাজারজাত ও আন্তঃজেলা পরিবহণে যাতে কোনো সমস্যা না-হয়, তার জন্য তদারকি করার অনুরোধ জানানো হয়েছে।

একইসঙ্গে সড়ক, নৌপথের পরিবহণগুলো যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, সেজন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোয় চিঠি দিয়ে সহযোগিতা চাওয়া হয়েছে। লকডাউনের সময়ে কৃষিপণ্য বহনকারী পরিবহণগুলো যাতে কোনো বাধার মুখে না-পড়ে, সেজন্য পণ্যবাহী বাহনে ব্যানার লাগিয়ে দেওয়া হবে।

এদিকে বিআরটিসির যেসব ট্রাক রয়েছে সেগুলোও অর্ধেক ভাড়ায় বিভিন্ন জেলা থেকে পণ্য পরিবহণের উদ্যোগ নেওয়া হয়েছে। পণ্য পরিবহণে বিশেষ ট্রেন দেওয়া হবে, না-যাত্রীবাহী ট্রেনের সঙ্গে শুধু বাড়তি ওয়াগন যুক্ত করা হবে-এ বিষয়ে দু-একদিনের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে কার্যকর করা হবে।

রাজধানীর খুচরা বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার প্রতি কেজি ঢ্যাঁড়শ, পটল, বরবটি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়, যা রবিবার ৫০-৬০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। টমেটো ৪০ টাকায় বিক্রি করতে দেখা গেছে, যা রবিবার বিক্রি হয়েছে ৩৫ টাকা। পাশাপাশি প্রতি পিস লাউ ৬০-৬৫ টাকায় বিক্রি হয়েছে, যা রবিবার ৫০-৫৫ টাকায় বিক্রি হয়।

রাজধানী কাওরান বাজারের সবজি বিক্রেতা আবুল হাসান বলেন, লকডাউনের কারণে সময়মতো সবজিবাহী ট্রাক বাজারে আসতে পারেনি। তা ছাড়া ট্রাকও কম এসেছে। যে কারণে সবজির সংকট রয়েছে। তাই দাম বাড়তি।

জানতে চাইলে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, করোনা নিয়ন্ত্রণে সরকার বিধিনিষেধ আরোপ করেছে, এ জন্য আমি সাধুবাদ জানাই। তবে এই বিধিনিষেধে পণ্য বহনকৃত পরিবহণ আওতামুক্ত। তাই পণ্য সংকটের কারণে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পণ্যের দাম বৃদ্ধি অযৌক্তিক। এ বিষয়ে সরকারকে বাজার মনিটরিং সমন্বিতভাবে করতে হবে। তা না-হলে ব্যবসায়ীরা লকডাউনের অজুহাতে ভোক্তাদের জিম্মি করে ফেলবে।

অন্যদিকে সরকারি সংস্থা টিসিবির দৈনিক বাজারমূল্য তালিকায় লক্ষ করা গেছে, এদিন কেজিতে সর্বোচ্চ ২ টাকা বেড়ে মিনিকেট চাল বিক্রি হয়েছে ৬৬ টাকা। পাইজাম চাল কেজিতে ৪ টাকা বেড়ে বিক্রি হয়েছে ৬০ টাকা। এ ছাড়া মোটা চালের মধ্যে স্বর্ণা জাতের চাল বিক্রি হয়েছে ৫২ টাকা, যা আগে ৫০ টাকায় বিক্রি হয়েছে।

রাজধানীর মালিবাগ কাঁচাবাজারের খালেক রাইস এজেন্সির মালিক ও খুচরা চাল বিক্রেতা মো. দিদার হোসেন বলেন, বাজারে সব ধরনের চালের দাম বাড়তি। লকডাউনের খবর শুনে ভোক্তারা হুমড়ি খেয়ে চাল কিনেছেন। তবে সরবরাহ দু-এক দিনের মধ্যে স্বাভাবিক হবে-দামও কমবে।

টিসিবির পণ্যমূল্য তালিকা থেকে দেখা যায়, সোমবার কাঁচা মরিচের কেজি ৬০-১০০ টাকা, বেগুন ৬০ টাকা, আলু ২৫ টাকা, এলাচ ৩ হাজার ৫০০ টাকা, আমদানি করা আদা ১৪০ টাকা, শুকনা মরিচ ৩০০ টাকা, আমদানি করা রসুন ১৩০ টাকা, দেশি পেঁয়াজ ৪৫-৫০ টাকা, মুগ ডাল ১৪০ টাকা, মাঝারি দানা মসুর ডাল ৯০ টাকা ও তুরস্কের বড় দানার মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকা করে বিক্রি হয়েছে।

জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, একদিনের ব্যবধানে দাম বাড়ার চিত্র একেবারেই অযৌক্তিক। অধিদপ্তরের পক্ষ থেকে একাধিক টিম বাজারে আছে। কী কারণে দাম বাড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। কারসাজি শনাক্ত করা সম্ভব হলে দোষীদের আইনের আওতায় আনা হবে।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!