মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার কানুটিয়া বাজার এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাব্বি (২২) এবং জসিম (২৫) এবং নির্মল বিশ্বাস (৬০) নামের তিন ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার দুপুরে মহম্মদপুর-মাগুরা সড়কের কানুটিয়া তানহা ব্রীকসের সামনে ওই দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে আরো ২০ জন।
স্থানীয়রা জানান, মাগুরা থেকে ছেড়ে আসা এমপি ক্লাসিক নামের (ঢাকা মট্রা জ-১১-০৬৮২) একটি যাত্রীবাহি বাস ঘটনার দিন দুপুর ১১.৩০ মিনিটে মহম্মদপুর-মাগুরা সড়কের কানুটিয়া তানহা ব্রীকস্ এর সামনে পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি একটি ইজিবাইকে ধাক্কা দেয়, এরপর সড়কের পাশে থাকা একটি গাছ ভেঙ্গে দু’টি যানবাহন দুমড় মুচড়ে পার্শ্ববর্তী একটি গভীর খাদে বাসটি ইজিবাইক সহ পড়ে যায়। খবর পেয়ে মাগুরা জেলা ও মহম্মদপুর উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা এবং মহম্মদপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালান এবং নিহত ও আহত ব্যাক্তিদের উদ্ধার করিয়া মাগুরা সদর হাসপাতালে প্রেরণ করেন।
এসময় দুর্ঘটনায় ইজিবাইক চালক রাব্বি ও অটোযাত্রী জসিম ঘটনাস্থলে মারা যান।
রাব্বি মহম্মদপুর উপজেলার আওনাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে এবং জসিম একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের দক্ষিনপারা গ্রামের রশীদ মন্ডলের ছেলে। এছাড়া নির্মল বিশ্বাস (৬০) নামের আরও একব্যাক্তী গুরুতর আহত হন ।আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য যশোর সিএমএইচ হাসপাতালে নেওয়া হলে তিনি মারাযান ।রিপোর্ট লেখা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩ জন।
দুর্ঘটনার পর থেকে মহম্মদপুর-মাগুরা সড়কে বাস চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় ।পরবর্তীতে মহম্মদপুর থানা পুলিশের বিশেষ তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।
সংবাদ পেয়ে মাগুরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট (এডিএম) জনাব, কামরুজ্জামান , অতিরিক্ত পুলিশ সুপার জনাব, কামরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার জনাব, রামানদ পাল, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা জনাব, মমিনুল ইসলাম, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) জনাব ইকরামুল হাসন ঘটনাল পরিদর্শন করেন।
জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক জনাব, মাসুদ সরদার জানান, ‘আমরা মুমূর্ষু অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে প্রেরণ করি তাদের মধ্যে রাব্বি এবং জসিম নামের দুই ব্যক্তিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যরা চিকিৎসা গ্রহণ করছেন তবে আরো দু’জনের অবস্থা গুরুতর।’
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব ইকরামুল হাসন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘাতক বাসটি আটক করা হয়েছে। দুর্ঘটনার পরে চালক পালিয়েছে।