ডেস্ক রিপোর্ট : আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তানি কনস্যুলেটের কাছেই পদপিষ্ট হয়ে মারা গেছেন কমপক্ষে ১৫ জন। আহত হয়েছেন কমপক্ষে এক ডজন মানুষ। বুধবার কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, পাকিস্তান সফরের ভিসা দেয়ার জন্য মঙ্গলবার ওই কনস্যুলেট থেকে টোকেন দেয়া হচ্ছিল আফগানিস্তানের নাগরিকদের। এই টোকেন সংগ্রহ করতে জমায়েত হয়েছিলেন কমপক্ষে তিন হাজার আফগান নাগরিক। পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে এ ঘটনা ঘটে। এখানকার প্রাদেশিক পরিষদের সদস্য সোহরাব কাদেরি বলেছেন, ঘটনাস্থলে পদপিষ্ট হয়ে মারা গেছেন কমপক্ষে ১৫ জন। আহত হয়েছেন ১১ জন নারী।
এর মধ্যে মারাত্মক আহত হয়েছেন বেশ কয়েকজন প্রবীণ নাগরিক। এ বিষয়ে পাকিস্তান দূতাবাস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।