ডেস্ক রিপোর্ট : সিন্ধু প্রদেশের বাসিন্দাদের মতের বিরুদ্ধে প্রদেশটির দুটি দ্বীপকে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন করায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে ইমরান খান সরকারের বিরুদ্ধে।
গেল মাসে পাকিস্তানের প্রেসিডেন্ট সিন্ধু প্রদেশের দুটি দ্বীপ নিয়ন্ত্রণ করার অধ্যাদেশ জারি করায় সিন্ধুবাসীসহ বিরোধী দলগুলোও তীব্র সমালোচনা করেছে।
প্রধান বিরোধী দল পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো একে একটি অবৈধ সম্পৃক্ততা বলে অভিহিত করেছেন।
এছাড়া গেলো সপ্তাহে সিন্ধু গভর্নর হাউসের সামনে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। যেখানে কয়েক হাজার সিন্ধু বাসিন্দাসহ লেখক, কবি, জাতীয়তাবাদী, বুদ্ধিজীবীরা দ্বীপগুলো দখলের নিন্দা জানায়।