আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসে মৃত্যুর মিছিলে মানুষের সংখ্যা এখন ৪ লাখ ৩৯ হাজার ১৯৬ জন। আজ মঙ্গলবার (১৬ জুন, ২০) বাংলাদেশ সময় সকাল ১০ টা ৩০ মিনিট পর্যন্ত এ তথ্য পাওয়া যায় আমেরিকার হপকিনস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।
তাদের তথ্যানুযায়ী কোভিড-১৯ এ মোট আক্রান্তের সংখ্যা ৮১ লাখ ১৮ হাজার ৬৭১ জন। বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪ লাখ ৬৩ হাজার ১৫৭ জন। এ পর্যন্ত সুস্থ হওয়া মানুষের সংখ্যা এখন ৪২ লাখ ১৬ হাজার ৩১৮ জন। বিশ্বে করোনা আক্রান্ত রোগীর ৯ শতাংশ মানুষ মারা গেছে।