শাহাদাত হোসেন,কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি;মহান বিজয় দিবস উপলক্ষে কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুর চারদলীয় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।এতে খানজিয়া ভলিবল দলকে দুই সেটে হারিয়ে উওর শ্রীপুর ভলিবল দল চ্যাম্পিয়ন হয়।ফতেপুর মোহনা সংসদের আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টায় ভগবান যশোমন্তপুর সরকারি স্কুল মাঠে এ ভলিবল টুনামেন্ট অনুষ্ঠিত হয়।খেলায় নবীন নগর আশার আলো ভলিবল দল ও রামনগর নবদীপ ভলিবল দলসহ চারটি দল অংশগ্রহণ করে।খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান,দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার ,ইউপি সদস্য আহম্মাদ আলী শাহ,অধ্যাপক নূর মোহাম্মদ পাড় ,ফতেপুর মোহনা সংসদের সভাপতি ডঃ মিজানুর রহমান,সহসভাপতি নুরুজ্জামান পাড়,সেক্রেটারি রুহুল আমিন পাড়, কোষাধক্ষ্য শহিদুল পাড়,সাংবাদিক সাজেদুল হক সাজু ও প্রমুখ।খেলা পরিচালনা করেন রাশেদ ও সাইফুল ইসলাম।