ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার সন্তান জিহাদুল ইসলাম ইউসুফ । গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর ডিপ্লোমা ইন্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলীয় ২য় কাউন্সিলে ভোটের মাধ্যমে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নির্বাচিত হন বিন ইয়ামিন মোল্লা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন নাজমুল হাসান।
দলের কাউন্সিলের প্রায় তিন মাস পর ৮ ডিসেম্বর, রোববার সংগঠনটির ১১৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জিহাদুল ইসলাম ইউসুফ । তার বাড়ি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার রোনগর গ্রামের ৭নং ওয়ার্ডে পিতা: মোঃ দাউদ হোসেন। ২০১৮ থেকে ২০২৪ আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। মোদিবিরোধী আন্দোলনে পুলিশের হাতে আহত হয়েছিলো ইউসুব । জুলাই অভ্যুথানে সন্ত্রাস*লীগের হামলায় গুরুতর আহত হয়ে ছিলেন।
ইতিপূর্বে জিহাদুল ইসলাম ইউসুফ ছাত্র অধিকার পরিষদ মাগুরা জেলার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ থেকে যৌক্তিক আন্দোলন সংগ্রামে ২০২৪ এর ছাত্র-জনতা অভ্যুথানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটিভিস্ট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মিডিয়াসহ বিভিন্ন সামাজিক, সামাজিক, সেচ্ছাসেবী মানবিক কর্মকাণ্ডের সাথে জরিয়ে আছেন তরুণ এই উদীয়মান নেতা।
জিহাদুল ইসলাম ইউসুফ জানান, একজন রাজনৈতিক সচেতন নাগরিক ও শিক্ষা অধিকার প্রগতির পতাকাবাহী সংগঠনের সদস্য হিসেবে দেশ ও মানুষের অধিকার আদায় ও রক্ষায় আমরা অঙ্গীরাবদ্ধ। সর্বদা ন্যায়ের পক্ষে সৎসাহসের সাথে ফ্যাসিবাদের লড়াই জারি ছিল ও ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদ পূনর্বাসনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ও থাকবে’ ইনশাআল্লাহ। জনতার অধিকার, আমাদের অঙ্গীকার। ট্রাক প্রতীকে নতুন নিবন্ধিত রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ (জিওপি)’র অঙ্গ সহযোগী ছাত্র সংগঠন ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্মলাভ করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।