ডিআরআরএ এর আয়োজনে আটুলিয়া ইউনিয়নে প্রতিবন্ধীতা বিষয়ক সচেতনতামূলক পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান – magurarkotha.com

ডিআরআরএ এর আয়োজনে আটুলিয়া ইউনিয়নে প্রতিবন্ধীতা বিষয়ক সচেতনতামূলক পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৫, ২০২০

জি এম নূরুন্নবী হাসানঃ আজ ৫ই ডিসেম্বর আটুলিয়া ইউনিয়ন সংলগ্ন মাঠে ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন ডিআরআরএ এর সিসিডিআইডিআরএম প্রকল্পের আয়োজনে ও সিবিএম এর অর্থায়নে প্রতিবন্ধীতা ও একীভূত দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক পটগান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জনাব আলহাজ্ব আবু সালেহ বাবু,চেয়ারম্যান, ১০ নং আটুলিয়া ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃআবু সাইম, সচিব,আটুলিয়া ইউনিয়ন পরিষদ,আবুল বাসার,ইউপি সদস্য,২ নং ওয়ার্ড,বাবু সন্তোষ কুমার বৈদ্য,ইউপি সদস্য,৭ নং ওয়ার্ড,আব্দুল গফুর,ইউপি সদস্য,০৫ নং ওয়ার্ড,সহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সায়েলাতুল হক, প্রকল্প সমন্বয়কারী,সিসিডিআইডিআরএম প্রকল্প। প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী কলাকুশলীদের মিলিত অংশগ্রহণে উচ্ছ্বল পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর এই আয়োজন ছিল ইউনিয়নের শতাধিক প্রতিবন্ধী ব্যক্তির আনন্দ উচ্ছ্বাসে মুখরিত। ডিআরআরএ থেকে ছিলেন এ্যাডভোকেসী অফিসার আলমগীর হোসেন,এ্যাডমিন অফিসার জি এম বাবলুর রহমান, আল হাসিব, মৃনাল,সহ আটুলিয়া ৯ টি ওয়ার্ডে কমর্রত ৯ জন কমিউনিটি ভলেন্টিয়ারর। অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতায় ছিলেন অসিত দেবনাথ, ডাটা এন্ড ডকুমেনটেশন অফিসার এবং জনাব জি এম নূরুন্নবী হাসান, ফিল্ড কো-অর্ডিনেটর । প্রধান অতিথি তার সমাপনী বক্তব্যে প্রতিবন্ধীবান্ধব এমন আয়োজনের জন্য ডিআরআরএ কে বিশেষ ধন্যবাদ জানান।

error: Content is protected !!