মাগুরার মহম্মদপুরে পুজা মন্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ করেন মাগুরা-২ আসনের সাংসদ ড.শ্রী বীরেন শিকদার এমপি
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও মাগুরা-২ আসনের মাননীয় সাংসদ সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.শ্রী বীরেন শিকদার আজ শনিবার (২১ অক্টোবর ) বিকেল ৫ টা হতে রাত অবধি দুর্গা পুজার মহা সপ্তমীতে মহম্মদপুর উপজেলা সদরের রাজবাড়ী রাজা সীতারাম রায়ের দশভুজা কেন্দ্রীয় মন্দিরে,বাজার রাধানগর শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির,কানাইনগর রাজবংশী পাড়া দুর্গা মন্দির,কানাইনগর হরেকৃষ্ণ বিগ্রহ মন্দির, রায়পাড়া অলোক রায়ের বাড়ীর দুর্গা মন্দির, মহম্মদপুর সদরের শিব মন্দির,ধুপুড়িয়াস্থ মালোপাড়া শিব মন্দিরের পুজা মন্ডপ পরিদর্শন করেন।এসময় তিনি পূজা কমিটির নেতৃবৃন্দ ও আগত ভক্তদের সাথে কথা বলেন এবং শুভেচ্ছা বিনিময়ের পর নিজ উদ্যোগে আর্থিক অনুদান প্রদান করেন।
পূজা মন্ডপ পরিদর্শনকালে ড.শ্রী বীরেন শিকদার এমপি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেছেন সকলে যার যার ধর্ম নির্ভয়ে পালন করবেন। এইদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, কিন্তু কিছু কিছু লোক পুজা আসলে পুজা মন্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করে থাকে। আমরা সকলে মিলে এই অসাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবো।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) জনাব বাসুদের কুমার মালো, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বোরহান উল ইসলাম, জেলা আওয়ামীলীগের ত্রান ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক জনাব রানা আমীর ওসমান রানা,জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রিয়াজুর রহমান, মহম্মদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কোরবান আলী,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সুজন শিকদার, সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান সাগর,সাবেক ছাত্রলীগের নেতা মোঃ শরিফুল ইসলাম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জগন্নাথ সাহা সহ উপজেলা পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।