রাজশাহীর মোহনপুর উপজেলায় সিসিডিবির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা ও শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে।
সিসিডিবি কমিশন চেয়ারম্যান ডেভিড এ হালদার এর সভাপতিত্বে এবং মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা’কে প্রধান অতিথি করে সিসিডিবি মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার সিসিডিবি অফিস চত্বরে এসএসসি/এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সাধারণ ও উচ্চ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সিসিডিবি কমিশন এডভিন বরুন ব্যানার্জি, নির্বাহী পরিচালক জুলিয়েট কেয়া মালাকার, হেড সিপিআরপি জর্জ অসিত সিংহ, হেড এমএফপি মুহাম্মদ সোলায়মান সিদ্দিক, জোনাল কো-অডিনেটর ঢাকা আবু সাইদ, এলাকা সমন্বয়কারী আতিকুর রহমান চৌধুরী, শাখা ব্যবস্হাপক নরোত্তম কুমার পাল, আব্দুল হাই আল-হাদি, রায়হান উদ্দিন মন্ডল,হিসাব রক্ষক রেশমা পারভীন সহ অনেকে।
উক্ত অনুষ্ঠানে রাজশাহী, নওগাঁ, পাবনা ৩টি জেলার মোট ৬২ জন শিক্ষার্থীদের মধ্যে ৮ জন উচ্চ শিক্ষা বৃত্তি এবং ৫৪ জন সাধারণ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।