পীযূষ বাউলিয়া পিন্টু۔মুন্সিগঞ্জ শ্যামনগর থেকে: আজ ৪ নভেম্বর ২০২০ বুধবার সকাল ১০টায় সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা সামস্ এর আয়োজনে কাপেং ফাউন্ডেশন এর সহযোগিতায় ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে “ সুন্দরবন অঞ্চলের আদিবাসী মুন্ডাদের ভূমি অধিকার এবং জলবায়ু পরিবর্তনে খাপ খাওয়ানোর সক্ষমতা নিশ্চিত করণ” প্রকল্পের আয়তায় রমজাননগর ইউনিয়ন পরিষদের হল রুমে এক অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সামসের সভাপতি গোপাল মুন্ডার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৬নং রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান জনাব শেখ আল মামুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেনইউনিয়ন ভুমি অফিস সহকারী তপন কুমার মন্ডল।ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন, গাজী সোহরাব হোসেন, মোঃ হায়াত আলী, মোঃ মহসিন, আঃ হামিদ লালটু ও সামস এর প্রকল্প সমন্বয়কারী যোসেফ সরকার।আলোচনা সভায় বক্তারা আদিবাসীদের ভূমি অধিকার বিষয়ে কথা বলেন।সভা টি সঞ্চলনা করেন ইউনিয়ন ফ্যাসিলেটেটর লক্ষ্মী রানী মুন্ডা।