কেশবপুরে সাংবাদিক রম্নহুল আমিন বিশ্বাসের বসতবাড়ির জমি দখল করে ঘর নির্মানের অভিযোগ উঠেছে।জানা গেছে, পৌর শহরের আলতাপোল এলাকার মৃত ইসমাইল বিশ্বাসের ছেলে দৈনিক জনতা পত্রিকার কেশবপুর প্রতিনিধি রম্নহুল আমিন বিশ্বাসের সাথে পৌর এলাকার বালিয়াডাঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে ইকবাল হোসেন এর সাথে বসত বাড়ির সিমানা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো।
\হযার সুত্র ধরে ইকাবাল হোসেন ০৪ মার্চ শাবল নিয়ে সিমানা প্রাচীর ভাংতে থাকে এবং ঘরের দরজায় লাথি মারে বাড়িতে থাকা বৃদ্ধ মা বাঁধা দিতে এগিয়ে আসলে ইকবালসহ তার সাথে থাকা লোকজন তার মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং হাতে বাড়ি মারে। এবিষয়ে থানা পুলিশ ও সংশিস্নষ্ট কাউন্সিলর একাধিকবার দুই পÿ নিয়ে বসেও মিমাংশা করতে ব্যর্থ হয়েছে। গত এক সপ্তাহ পূর্ব থেকে ইকবাল হোসেন জোরপূর্বকভাবে রম্নহুম আমিন বিশ্বাসের বসত বাড়ির জমি দখল করে সেখানে ঘর নির্মান শুরম্ন করেছেন যা এখনো অব্যহত রয়েছে। ইকাবাল হোসেনের বক্তব্য নেওয়ার জন্য ফোন দেওয়া হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এবিষয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু জানান, বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চলছিলো। অভিযোগের তদন্ত্মকারি কর্মকতা কেশবপুর থানার এসআই গোরাচাঁদ দাস জানান, রম্নহুল আমিন বিশ্বাসের একটি অভিযোগ পেয়েছি, তদন্ত্ম করে ব্যবস্থা গ্রহন করা হবে।