খুলনা ডুমুরিয়ার চুকনগর থেকে ৭০ (সত্তর) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০২ (দুই) জন গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। খুলনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) বিষ্ণুপদ হালদার সংগীয় অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে, ১০ই এপ্রিল রবিবার সকাল ৯টা সময় ডুমুরিয়া থানাধীন ট্রানজিট পয়েন্ট চুকনগর থেকে,খুলনা জেলার ডুমুরিয়া থানার গোগ রোস্তমপুর গ্রামের খোদাবক্স সরদারের পুত্র,মোঃ মিনারুল ইসলাম সরদার (৩৫) ও চুকনগর গ্রামের সুভাষ রায়ের পুত্র কোরিয়ান সুমন রায় (৪১)কে ধৃত পূর্বক তাদের হেফাজত হতে সর্বমোট ৭০ (সত্তর)পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উক্ত মাদকদ্রব্য মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার সংক্রান্তে এসআই (নিঃ) বিষ্ণুপদ হালদার জব্দ তালিকায় ডুমুরিয়া থানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) দায়ের করে। উল্লেখ্য যে, উক্ত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। আসামীদ্বয়ের নামে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।