আমি নবমুসলিম মোঃ হুসাইন সরদার (৩৭), পিতা- শ্রী মনিন্দ্র নাথ দাস, গ্রাম- শোভনা, ডাকঘর: শোভনা, থানা- ডুমুরিয়া, জেলা- খুলনা। আমি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে “নিরাপত্তা প্রহরী” হিসাবে দীর্ঘ ১০ বছর যাবৎ আমার উপর অর্পিত দায়িত্ব সৎ ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করিয়া আসিতেছি। গত ইং- ০১/১১/২০২০ তারিখ রোজ- রবিবার, সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকায় তৃতীয় পাতার ৭নং কলামে, যশোর থেকে প্রকাশিত দৈনিক নওয়াপাড়া পত্রিকায় শেষ পাতার ২নং কলামে, দৈনিক সুপ্রভাত পত্রিকার শেষ পৃষ্ঠায় ২ নং কলামে এবং দৈনিক যুগের বার্তা পত্রিকায় ১ম পাতায় ২ ও ৩ নং কলামে “শ্যামনগরে খাদ্য নিয়ন্ত্রকের নিরাপত্তা প্রহরীর দূর্নীতি তদন্তের দাবি” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে এবং বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রনোদিত ছাড়া কিছুই নহে। একটি কু-চক্রী মহল তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে আমাকে চাকুরীচ্যুত করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমি বিগত ২০ বছর পূর্বে হিন্দু ধর্ম ত্যাগ করিয়া পিতার স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে বঞ্চিত হইয়া এই “নিরাপত্তা প্রহরী” সামান্য বেতনে আমি সহ আমার স্ত্রী সন্তান সন্তানাদি লইয়া শ্যামনগর থানাধীন ইসমাইলপুর গ্রামস্থ গোডাউন মোড়ে হাজী নজরুল ইসলামের বাসা বাড়িতে ভাড়াটিয়া হিসাবে অবস্থান করিতেছি। আমি নাকি নিজ এলাকায় ১০/১৫ বিঘা জমি ক্রয় করিয়াছি, খুলনার ফুলতলাতে ১২ শতক জমিতে আলিসান বাড়ি তৈরী করেছি, ব্যাংক ব্যালেন্স, এনজিও প্রতিষ্ঠান পরিচালনা করে সুদের ব্যবসা করেছি, খাদ্য বান্ধব কর্মসূচীতে ডিলারদের কাছে সহায়তা করে অর্থ আদায় করে লক্ষ লক্ষ টাকার পাহাড় তৈরী করেছি মর্মে বিভিন্ন মনগড়া ইচ্ছামত সংবাদ পরিবেশন করেছে।
যদি ইহার প্রমান কেহ দিতে পারে তাহলে আমি চাকুরী থেকে স্বেচ্ছায় অব্যহতি নিব। এটা আমার কর্ম জীবনের বড় ধরনের চ্যালেঞ্জ হিসাবে নিলাম। আমি আদৌ কোন দূর্নীতির সাথে সম্পৃক্ত নই। আমাকে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই ধরনের সংবাদ। এতে আমার চাকুরী জীবনে বড় ধরনের প্রভাব ফেলেছে। অত্র উপজেলায় ১০ টি বছর কর্মরত আছি। এই কর্মময় জীবনে আমার বিরুদ্ধে আজ পর্যন্ত কোন ব্যক্তি আমার অফিসের উর্দ্ধতন কোন অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে নাই। যাহা সরেজমিনে তদন্ত করিলে সত্যতা প্রমানিত হইবে। ১০/১৫ বিঘা জমি তো দূরের কথা আমার সামান্য বসবাসের জন্য নিজস্ব কোন সম্পত্তিও নাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠন করার লক্ষ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের সামান্য নিরাপত্তা প্রহরী হিসাবে নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছি। আমাকে চাকুরীচ্যুত করার লক্ষ্যে একটি মহল বিভিন্নভাবে প্রভাবিত হইয়া আমার বিরুদ্ধে যে অভিযোগ আনয়ন করিয়াছে তাহা সংশ্লিষ্ট কতৃপক্ষকে সরেজমিনে তদন্ত করার জন্য জোর দাবী জানাচ্ছি। সাথে সাথে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রনোদিত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মোঃ হুসাইন সরদার
নিরাপত্তা প্রহরী
শ্যামনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়
শ্যামনগর, সাতক্ষীরা।
মোবা: ০১৯১২-০৫৫৯৬৮