ঝিনুক টিভি ডেস্কঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কিশোরকে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। নির্যাতিতা স্কুলছাত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
থানায় মামলা সূত্রে জানা যায়, বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের দক্ষিণ বেপারী গ্রামের দুলাল মিয়ার ছেলে রফিকুল ইসলাম(১৬) পার্শ্ববর্তী পশ্চিম বেপারীপাড়া গ্রামের এক কৃষকের নবম শ্রেণি পড়ুয়া মেয়ের (১৫) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই মেয়ের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় রফিকুল ইসলাম। গত বুধবার রাতেও ওই মেয়েকে নিজ বাড়িতে ডেকে এনে ধর্ষণ করে রফিকুল।
বকশীগঞ্জ থানা পুলিশ ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলামকে বৃহস্পতিবার সকালে আটক করে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী জানান, ধর্ষণে অভিযুক্ত রফিকুল ইসলামকে আটক করে কিশোর আদালতে প্রেরণ করা করা হয়েছে। একই সঙ্গে ওই স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।