শ্যামনগর প্রতিনিধি: কুষ্টিয়া সহ বিভিন্ন স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাংচুর করার প্রতিবাদে ও ভাংচুরকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে শ্যামনগরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শ্যামনগর চৌরাস্তা মোড়ে এসে মানববন্ধনে মিলিত হয়। উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডলের সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার আবুল হোসেন, উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার এম এ মজিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামরুল হায়দার নান্টু সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।