মো:আল-আমিন,ভোলা প্রতিনিধি: ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে গত ১০ দিনে ১৯৮ জেলের কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়াও ১১০ জেলেকে ৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জেলার মেঘনা ও তেতুলিয়া নদী থেকে গত ১৪ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত আটককৃতদের ভ্রাম্যমান আদালতে এ জেল জরিমানা করা হয়।
দন্ডাপ্রাপ্তদের মধ্যে ভোলা সদরে ৮৯ জন, দৌলতখানে ৩ জন, তজুমদ্দিনে ২৮ জন, লালমোহনে ৮ জন, চরফ্যাশনে ৫২ জন ও মনপুরায় ২ জন জেলে রয়েছে। শনিবার (২৪ অক্টোবর) জেলা মৎস্য অফিস এ তথ্য জানিয়েছে।
মৎস্য অফিস জানায়, গত ১০ দিনে জেলার সাত উপজেলায় সর্বমোট ১৫৯টি অভিযান ও ৮৯টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট, নৌ পুলিশ, কোস্টগার্ড, পুলিশ ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে পরিচালিত এসব অভিযানে ৩০৮ জেলের জেল জরিমানা ছাড়াও ৩ লাখ ১৪ হাজার মিটার কারোন্ট জাল ও ১১ মন ইলিশ জব্দ করা হয়েছে।
এছাড়াও ৪ লাখ ৯৯ হাজার টাকার ট্রলার ও নৌকা নিলাম হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে জেলায় সর্বমোট মামলা হয়েছে ১৯৫টি।
এদিকে গত ২৪ ঘন্টায় ৯ টি অভিযানে ৫ জেলের জেল জরিমানা করা হয়েছে। এছাড়াও ৩৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
জেলা মৎস্য বিভাগের খামার ব্যবস্থাপক এইচএম জাকির এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। ইলিশ রক্ষায় প্রতিদিন মোবাইল কোর্ট ও অভিযান অব্যাহত রয়েছে।