চট্টগ্রামের রাউজান উপজেলার পুর্ব রাউজান এলাকার সহজ সরল এক অসহায় পরিবারের প্রতি প্রতিহিংসা পরায়ন হয়ে স্হানীয় জানে আলম বাহিনীর শীর্ষ সন্ত্রাসীরা একের পর এক বিভিন্নভাবে হুমকী ধামকী ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার বিবরনে হয়রানীর শিকার হাফেজ আব্দুল খালেক, আব্দুল করিম, পিতা দলিলুর রহমান মাতা হাছিনা বেগম জানান ক্রয় সুত্রে তাদের সম্পত্তি দীর্ঘ দিন ধরে জবর দখলে রেখেছিল প্রতিপক্ষ জানেআলম বাহিনীর সদস্যরা, এবিষয়ে আদালতে মামলা নিষ্পত্তি মাধ্যমে রায় প্রদান করেছেন অবৈধ দখলদারদেরকে নিদিষ্ট সময়ের মধ্যে বসত ঘর অন্যত্র সরিয়ে নিতে আদালতের নির্দেশ অনুযায়ী জবর দখলকারীরা স্বেচ্ছায় স্হান ত্যাগ করে পরবর্তীতে তাদেরকে জোরপূর্বক উচ্ছেদ করেছে মর্মে একটা মিথ্যা মামলা দায়ের করে এবং সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে বিভিন্ন হুমকি ধামকী প্রদান করে পুনরায় উক্ত সম্পত্তি তাদের জবর দখলের বিভিন্ন পায়তারা চালাচ্ছে । তারা আরো জানান তাদের খরিদা সুত্রে সম্পত্তি মৌজা পুর্ব রাউজান বিএস,খতিয়ান নং ৩২৯২ দাগ নং ৩০২৯ (নাল জমি) ৩০৩০ (ভিটা) মোট ২০ শতক, উক্ত সম্পত্তি দীর্ঘ দিন ধরে জবর দখলে রাখিয়া ভোগ করেছিল স্হানীয় শীর্ষ সন্ত্রাসী জানে আলম (নিহত) বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আন্তজেলা ডাকাত সর্দার আলমের বড় ভাই নিহত দিদার আলমের স্ত্রী মহিলা সন্ত্রাসী হোসনেআরা বেগম, মোঃ হোসেন পিতা জহুর আহাম্মদ পুর্ব রাউজান লালীর বাপের বাড়ী, গং। উক্ত সন্ত্রাসী চক্র আদালতের রায়ে হেরে যাওয়াতে প্রতিহিংসা পরায়ন হয়ে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে এবং সন্রাসীদের মাধ্যমে হুমকি ধামকি দিয়ে অযথা হয়রানী করার অপপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে সন্ত্রাসীদের ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় দিনাতিপাত করছে হাফেজ আব্দুল খালেকের পরিবার।