আবু বক্কার,সাপাহার নওগাঁ প্রতিনিধি:– “বাড়ছে সেবার বহর গ্রাম হবে শহর” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে ডিজিটাল সেন্টার এগারো বছর পদার্পণ উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জনগনের দোরগোড়ায় সেবার ১০ বছর শিরনামে বুধবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের অায়োজনে নির্বাহী অফিসারের কার্যালয়ে কেক কর্তন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে প্রতিপাদ্য বিষয়ের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, সহকারী প্রোগ্রামার মোস্তাকিম হোসেনসহ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।