আবু বক্কার,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার বিকেল ৪ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত উপজেলার আদাতলা, সুন্দরইল ও বামুনপাড়াসহ সীমান্ত নিকটবর্তী এলাকাজুড়ে পুলিশ ও বিজিবি সদস্যদের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন।
এসময় এলাকার সর্ব সাধারণকে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে সামাজিক ভাবে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন বলেন, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান রোধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এ অভিযান অব্যাহত থাকবে।