মাগুরার শালিখায় ৫৩ তম শীতকালীন জাতীয় স্কুল,মাদরাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর শুভ উদ্বোন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা সদর আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ খেলার শুভ উদ্বোধন করেন সহকারি কমিশনার ভূমি মনীষা কর্মকার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুপার মোঃ কেনায়েত আলী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিচুর রহমান মিল্টন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান শহিদ, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ শাহিনুর রহমান, আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলী আহসান, অধ্যাক্ষ কামরুজ্জামান নবাব, শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমূখ।