আবু বক্কার,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে নওগাঁর সাপাহারে বাংলাদেশ আ’লীগ সাপাহার উপজেলা শাখার যৌধ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে বাংলাদেশ আ’লীগ সাপাহার উপজেলা শাখার উদ্যেগে উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আ’লীগ সাপাহার উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব শামসুল শাহ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা শাখা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাপাহার উপজেলা শাখা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজান হোসেন মন্ডল সহ অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ।