যুক্তরাষ্ট্রে পেনসিলভেইনিয়ার মত গুরুত্বপূর্ণ ‘ব্যাটলগ্রাউন্ড’ রাজ্যে এগিয়ে থাকা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যবধান কমছে জো বাইডেনের। বলা হচ্ছে, বাইডেন ডাকযোগের ভোট বেশি পাচ্ছেন। আরও কিছু রাজ্যেও একই অবস্থা। যা নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প এক টুইটে ভোট গণনা বন্ধ করতে বলেছেন।
‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ এর প্রতিবেদন অনুযায়ী, পেনসিলভেইনিয়ায় এখন পর্যন্ত ৯১ শতাংশ ভোট গণনায় ট্রাম্প ৩২ লাখ ২৪ হাজার ৪০৮ ভোট পেয়েছেন। আর প্রতিদ্বন্দ্বী বাইডেনের ঝুলিতে পড়েছে ৩০ লাখ ৮৮ হাজার ৭৩৭ ভোট।
পেনসিলভেইনিয়ায় এখনও অনেক পোস্টাল ভোট গণনা বাকি আছে এবং সেগুলোর বড় অংশ বাইডেনের পক্ষে যাবে বলে ধারণা করা হচ্ছে। এই রাজ্যে ২০টি ইলেকটোরাল কলেজ ভোট থাকায় জয়-পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জয়ের আশা বাঁচিয়ে রাখতে ওই ভোট পেতে মরিয়া ট্রাম্প। শুরুর দিকের ফলাফলে মনে হচ্ছিল গত বারের মত এবারও এখানে ট্রাম্পই জিতবেন। কিন্তু পোস্টাল ভোট গণনা শুরু হওয়ার পর ব্যবধান কমতে শুরু করায় তিনি ক্ষেপেছেন।
নিজের টুইটার একাউন্টে তিনি লিখেছেন, ‘‘গণনা বন্ধ করুন।’’
আরেক ব্যাটলগ্রাউন্ড জর্জিয়ার একটি এলাকায় ভোট গণনা স্থগিতের দাবিতে মামলা করেছে ট্রাম্পের প্রচার শিবির। তাদের অভিযোগ, সেখানে নির্ধারিত সময়ের পর পৌঁছানো পোস্টাল ভোটও বিবেচনায় নেওয়া হচ্ছে।
ভোট গণনা নিয়ে কয়েকটি রাজ্যে উত্তেজনা, বিক্ষোভ ও ভাংচুরের খবরও পাওয়া গেছে।