দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। কিছুদিন আগে তার বিবাহ বিচ্ছেদ হয়েছে। গত অক্টোবরে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে সংসার শেষ হয় তার।
বিবাহ বিচ্ছেদের পর অনেকেই সামান্থার কটাক্ষ করেছে। এবার সামনে এলো এক টুইট। সেখানে দক্ষিণ ভারতীয় সিনেমার এই অভিনেত্রীকে ‘ডিভোর্সি সেকেন্ড হ্যান্ড আইটেম’বলে কটাক্ষ করেছেন এক ব্যক্তি।
টুইটারে কামারালি দুকানদার নামে এক ব্যক্তি লেখেন, ‘সামান্থা একজন ডিভোর্সি নষ্ট হওয়া সেকেন্ড হ্যান্ড আইটেম, যে কিনা এক ভদ্রলোকের কাছ থেকে ট্যাক্সবিহীন ৫০ কোটি রুপি লুটে নিয়েছে।’
ওই টুইটটি নজরে এসেছে সামান্থার। এর উত্তরও দিয়েছেন এই অভিনেত্রী। এটি রিটুইট করে তিনি লিখেছেন, ‘সৃষ্টিকর্তা আপনার আত্মার মঙ্গল করুক।’সামান্থার টুইটের পর অবশ্য কামারালি দুকানদারের সেই টুইটটি মুছে ফেলা হয়েছে। তবে এই ঘটনায় যে অভিনেত্রী ব্যথীত হয়েছেন তা স্পষ্ট।