প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা ২০২৩। এ বছর সমগ্র মাগুরা জেলায় ৭০২টি পূজা মন্ডপে দুর্গোৎসব উদযাপিত হয়েছে।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আবু নাসের বেগ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং ভক্তদের মাঝে বস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
* মাগুরা কালিবাড়ি মন্দির, নতুন বাজার, মাগুরা সদর
* ছানা বাবুর বটতলা সর্বজনীন পূজা মন্ডপ, মাগুরা সদর
* নিতাই গৌর গোপাল সেবাশ্রম সর্বজনীন পূজা মন্ডপ, মাগুরা সদর
* শিবরামপুর সর্বজনীন পূজা মন্ডপ, মাগুরা সদর
* বাজার রাধানগর সর্বজনীন পূজা মন্ডপ, মহম্মদপুর
* বলরামপুর শিকদারবাড়ি সর্বজনীন পূজা মন্ডপ, পলাশবাড়িয়া, মহম্মদপুর
* ভবেশচন্দ্র বিশ্বাস সর্বজনীন পূজা মন্ডপ, পলাশবাড়িয়া, মহম্মদপুর
* আড়পাড়া রাধাগোবিন্দ সর্বজনীন পূজা মন্ডপ, শালিখা
* তিলখড়ি সর্বজনীন পূজা মন্ডপ, শালিখা
শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন সম্পর্কে জেলা প্রশাসক বলেন যে, মাগুরা জেলা সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। প্রতিবারের মতো এবারও তাই সুষ্ঠু ও সুন্দরভাবে দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। তবে এর পেছনে কৃতিত্ব রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশ সদস্য, আনসার ও ভিডিপি সদস্য, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ, জনপ্রতিনিধিবৃন্দ, স্বেচ্ছাসেবক দল ও মণ্ডপ কমিটির সদস্যদের।
জেলা প্রশাসক আরও বলেন যে, এ বছর মাগুরা জেলার সবকয়টি পূজা মন্ডপ সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত ছিল। পূজা উদযাপনের সাথে সম্পৃক্ত প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমের কারণেই এটি সফলভাবে উদযাপিত হয়েছে।
জেলা প্রশাসন, মাগুরা বিশ্বাস করে অতীতের মতো ভবিষ্যতেও মাগুরা জেলায় এই সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকবে।