বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে’—সুরের এমন অবগাহনে প্রকৃতিতে আগমন ঘটেছে ঋতুরাজ বসন্তের। ক্যালেন্ডারের পাতায় আজ যেমন ফাল্গুনের ১ তারিখ, তেমনি আবার বিশ্ব ভালোবাসা দিবসও। সবমিলিয়ে প্রাণে প্রাণ মেলানোর উৎসব আজ।
শীত আছে, আবার শীত নেই। এ সময়ে আবহাওয়ার মেজাজ বোঝা বেশ মুশকিল! ধূসর শীতের আড়মোড়া ভেঙে প্রকৃতিতে উঁকি দিচ্ছে ঋতুরাজ। শীতের হিমেল হাওয়া যেন বিদায়ের প্রস্তুতি নিচ্ছে, আসছে বসন্ত।
ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন। ঋতু রাজকে স্বাগত জানাতে প্রকৃতির আজ এই বর্ণিল সাজ। বসন্তের এই আগমনে প্রকৃতির সঙ্গে তরুণ হৃদয়েও লেগেছে দোলা। সকল কুসংস্কারকে পেছনে ফেলে বিভেদ ভুলে নতুন কিছুর প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে বসন্তের উপস্থিতি। তাই কবির ভাষায় ‘ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত’।