মাগুরার মহম্মদপুর উপজেলাতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আজ রোববার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দ পালের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান) মোছাঃ বেবী নাজনীন,সহকারি কমিশনার (ভূমি) জনাব বাসুদেব কুমার মালো,থানা অফিসার ইনচার্জ অসিত কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইমিয়া , বীর মুক্তিযোদ্ধা ডাঃ তিলাম হোসেন সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য’রা উপস্থিত ছিলেন।সভায় ১৬ ডিসেম্বর উদযাপনের লক্ষে নানা কমিটি উপ-কমিটি গঠন করা হয়।